উইনার রেসিডেন্সিয়াল স্কুল

কাচিনীয়া, খানসামা, দিনাজপুর।

বিদ্যালয় সম্পর্কে কিছু কথা

উইনার স্কুল একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আমরা শিক্ষার্থীদের সর্বোত্তম শিক্ষা প্রদানের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। আমাদের লক্ষ্য হল প্রতিটি শিক্ষার্থীর মানসিক, শারীরিক এবং নৈতিক বিকাশে সহায়তা করা। আমাদের বিদ্যালয়ে আধুনিক শিক্ষা পদ্ধতি ও প্রযুক্তির উপযুক্ত ব্যবহার করে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করা হয়।

উইনার স্কুলটি দিনাজপুর জেলার খানসামা উপজেলার ৫ নং ভাবকী ইউনিয়নের কাচিনীয়া বাজারের পূর্ব পাশে অবস্থিত। এটি একটি আবাসিক বিদ্যালয়। অর্থাৎ এখানে দূর-দূরান্তের শিক্ষার্থীদের আবাসিক হল সুবিধা দেওয়া হয়।

বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়েছিল ২০১৫ সালের শুরুর দিকেই। কিন্তু কমিটির দ্বন্দ, জমিদাতার মনোমালিন্য, প্রধান শিক্ষক পদ নিয়ে জটিলতা ইত্যাদি নানাবিধ কারনে বিদ্যালয়টি কাগজে কলমে প্রতিষ্ঠা লাভ করে ২০২০ সালে। এসময় প্রধান শিক্ষক ছিলেন পুনরঞ্জন ব্রজবাসী।

বিদ্যালয়টি মোট ৫০ শতাংশ জমির উপর প্রতিষ্ঠিত। জমিদাতা হলেন কাচিনীয়া গ্রামের অধিবাসী জনাব হরিদাস রায় । বিদ্যালয়টি খুবই দরিদ্র জনগোষ্ঠির শিশুদের পদচারণায় মুখরিত। চারদিকে গাছপালা, দক্ষিন পাশে লিচু বাগান, সামনে বড় খেলার মাঠ, মাঠে বড় বড় আম গাছ - এ নিয়ে বিদ্যালয়ের প্রাকৃতিক পরিবেশ বড়ই মনোরম, সুনিবিড় ছায়া শীতল।

বিদ্যালয়টি শিশুদের কোলাহলে পরিপূর্ণ। সুসজ্জিত প্রাক প্রাথমিক কক্ষ, বড় খেলার মাঠ, পর্যাপ্ত খেলার সামগ্রী, সহশিক্ষা কার্যক্রম, প্রতিটি কক্ষে বৈদ্যুতিক ফ্যান, মাল্টিমিডিয়ায় পাঠদান, শতভাগ শিশুদের উপবৃত্তি, সাপ্লাই পানি প্রভৃতি নানাবিধ সুবিধা পেয়ে থাকে শিশুরা।

এছাড়া প্রতি বছর সমাপনীতে ভালো ফলাফল, প্রাথমিক বৃত্তি, এ প্লাস প্রাপ্তি, শিক্ষকদের আন্তরিকতা, পর্যাপ্ত পাঠদান প্রভৃতি কারনে বিদ্যালয়ে শিশু ভর্তি সবসময় বেশি হয়ে থাকে। শুধু কাচিনীয়া গ্রামের শিশুরাই নয়, পার্শ্ববর্তী গ্রাম ভাবকী, মাড়গাঁও, রামনগর, আগ্রা, শুড়িগাঁও, সাবেক গুলিয়াড়া, কৌগাঁও, বৈকুন্ঠপুর থেকে প্রতি বছর বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে।